Monday, July 15th, 2019




সারিয়াকান্দিতে বন্যার্ত ৭শ’ পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ

পাভেল মিয়া, সারিয়াকান্দি (বগুড়া) করেসপন্ডেন্টঃ বগুড়ার সারিয়াকান্দিতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ্য বিভিন্ন পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

সোমবার (১৫জুলাই) সকাল থেকেই দিনব্যাপী উপজেলা প্রশাসনের আয়োজনে কালিতলা গ্রোয়েন বাঁধ, চন্দনবাইশা অস্থায়ী কার্যালয়, বড়ইকান্দি পৃথকভাবে ৭শ’ বন্যার্ত পরিবারগুলোর মধ্যে শুকনো খাবার বিতরণ করেন উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি বগুড়া-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা কৃষিবিদ আব্দুল মান্নান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল মালেক, বগুড়া জেলা পরিষদের সদস্য ও সারিয়াকান্দি উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাহাদারা মান্নান।এ সময় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সদ্ধর্িাথ ভৌমকি, উপজেলা কৃষি অফিসার আব্দুল হালিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সারওয়ার আলম, সমাজসেবা অফিসার সামিউল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ হাসেম আলী, হাটশেরপুর ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান, কাজলা ইউপি চেয়ারম্যান রাশেদ মোশারফ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আনছার আলী মাষ্টার, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজিউল হক, সারিয়াকান্দি উপজেলা দপ্তর সম্পাদক রেজাউল করিম, আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ পুলিশ সদস্য, গ্রাম পুলিশ, আনসার ভিডিপি সদস্যগণ উপস্থিত ছিলেন।
বিতরণকৃত এসব শুকনো খাবারের মধ্যে রয়েছে, ১০কেজি চাল, ১কেজি মসুর ডাল, ১ কেজি লবণ,১ কেজি চিনি, ২কেজি চিড়া, ১ লিটার সয়াবিন তৈল, ৫০০গ্রাম নুডুলস ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ