Monday, July 15th, 2019




মতলব সেতু চালুর এক বছর না যেতেই বড় ধরনের গর্তের সৃষ্টি

মতলব সংযোগ সেতু চালুর এক বছর না যেতেই সেতুর উত্তর পার্শ্বে এপ্রোচ সড়কের আন্ডার পাস সংলগ্ন স্থানে বড় ধরনের গর্তের সৃষ্টি হয়েছে। বালি ও ইট সরে গেছে।
এতে যান চলাচলে দূর্ভোগের সৃষ্টি হয়। পথচারী যাতায়াতে হিমশিম খাচ্ছে।
ফলে যে কোনো সময় বড় ধরণের দূর্ঘটনার আশংকা রয়েছে।
জানাগেছে ,গত কয়েক দিনের অভিরাম বর্ষনের কারনে ১২ জূলাই এ সমস্যার সৃষ্টি হয় । ফলে ১৪ জুলাই দুপুরে জনপদ ও সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, উপ- বিভাগীয় প্রকৌশলী গোলাম ফারুক, এসও জসিম উদ্দিন ও কার্য্য সহকারী নাসির উদ্দিন সর জমিন পরিদর্শন করেন। এ সমস্যার দ্রুত বাস্তবায়ন করবেন বলে সাংবাদিকদের জানান।

কি কারনে এ সমস্যা হয় জানতে চাইলে সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম সাংবাদিকদের জানান, সড়কে লিকেজ হওয়ার কারনে এখানে গর্তের সৃষ্টি হয়েছে।
মতলব (দঃ) উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা এএইচএম গিয়াস এপ্রোচ সড়ক পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, কাজের মান খারাপ হওয়ার কারনে এ সমস্যা হয়েছে।
মতলব সেতু, এপ্রোচ সড়ক, পেন্নাই সড়ক কাজের মান গুনগত না হওয়ায় তিনি অসন্তোষ প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ