Monday, July 15th, 2019




ঠাকুরগাঁওয়ে ইউনিয়ন পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়ন বিষয় প্রশিক্ষণ কর্মশালা

তম চন্দ্র বর্মন,ঠাকুরগাঁও ঃ ঠাকুরগাঁওয়ে ইউনিয়ন পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা পরিষদ ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ঠাকুরগাঁও এপির যৌথ
আয়োজনে সোমবার সকালে ঠাকুরগঁাও সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন ঠাকুরগাঁও এপি ম্যানেজার লিওবার্ট চিসিমের সভাপতিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলী, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, বেগুনবাড়ী ইউপি চেয়ারম্যান বনি আমিন, পৌরসভার সচিব রাশেদুর রহমান, ওয়ার্ল্ড ভিশন নর্দান বাংলাদেশ রিজিয়নের রিজিওনাল কমিউনিকেশন কো-অর্ডিনেটর জামাল উদ্দীন, নীলফামারী এরিয়া প্রোগ্রাম ক্লাস্টারের এরিয়া ক্লাস্টার ম্যানেজার অরবিন্দ সিলভেস্টার গমেজ। দিনব্যাপী এ কর্মশালায় সদর উপজেলার বিভিন্ন নির্বাচিত জনপ্রতিনিধি, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য, শিক্ষক, গ্রাম উন্নয়ন কমিটির সদস্য, শিশু ও যুব ফোরামের প্রতিনিধি, সরকারী-
বেসরকারী সংস্থার প্রতিনিধিসহ সাংবাদিকবৃন্দ অংশ নেন। অংশগ্রহনকারীগণ টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহন ও পরিকল্পিত কার্যক্রমসমূহ সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য “ইউনিয়ন পর্যায়ে এসডিজি বাস্তবায়ন কমিটি” গঠনের জোর সুপারিশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ