Sunday, July 14th, 2019




তিস্তায় বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে,আতংকিত মানুষ

ইমানুর রহমান,নীলফামারী থেকে : ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলে তিস্তা নদীর বন্যা পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারন করেছে। আজ রবিবার সকাল ৬টা হতে বিপদসীমার ৫০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। তবে দুপুর ১১ টায় ৬ সেন্টিমিটার কমে এলে বিপদসীমার ৪৪ সেন্টিমিটার উপর দিয়ে বয়ে যাচ্ছে বলে জানায় নীলফামারীর ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের বন্যা পুর্বাভাস সর্তকীকরন কেন্দ্র। ডালিয়া পয়েন্টে বিপদসীমা ৫২ দশমিক ৬০ মিটার। তবে তিস্তাপাড়ের মানুষজন বলছে তিস্তা নদীর পানি কমেনি বরং আবারো বৃদ্ধি পাচ্ছে। যা বিগত কয়েক বছরের চেয়ে এবার তিস্তা নদীর বন্যা ভয়ংকর পরিস্থিতি সৃস্টি করেছে। স্থানীয় পানি উন্নয়ন বোর্ড তিস্তা অববাহিকায় হলুদ সংকেট জারী অব্যাহত রেখেছেন।


এদিকে দুপুরে তিস্তা নদীর বন্যা পরিস্থিতি পরিদর্শনে এসেছেন পানি সম্পদ মন্ত্রনালয়ের সচিব কবীর বিন আনোয়ার।
একটি নির্ভরযোগ্য সুত্র জানায় উজানের ভারত তাদের তিস্তা নদীর উপর নির্মিত গজলডোবা ব্যারাজের মাধ্যমে প্রায় দুই লাখ কিউসেকের উপর পানি ছেড়ে দেয়ায় বাংলাদেশ অংশের তিস্তায় ভয়াবহ বন্যার সৃস্টি করেছে।
সুত্র মগে গতকাল শনিবার বিকাল ৬ টায় তিস্তার পানি বিপদসীমার ৩৫ সেন্টিমিটার ও রাত ৯টায় ৪৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। নদীর পানি অব্যাহতভাবে বৃদ্ধি পাওয়ায় জেলার ১৫টি চর গ্রামের ১০ হাজার পরিবারের ঘরবাড়ি তলিয়ে গেছে।
আজ রবিবার সরেজমিনে দেখা যায় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শাহীনুর আলম সহ ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার তিস্তার বাধে আশ্রিত বানভাসীদের খোজখবর নিয়ে তাদের মাঝে ত্রান বিতরন করেন।
সুত্র মতে আজ ১৫০ মেট্রিকটন চাল, দেড় হাজার প্যাকেট শুকনা খাবার, নগদ ২ লাখ টাকা বরাদ্দ দেয়া হয় ডিমলা উপজেলার বানভাসীদের জন্য। এর আগে ৫০ মেট্রিকটন চাল, ৫০ হাজার টাকা ও ৫০০ প্যাকেট শুকনা খাবার বরাদ্দ দেয়া হয়েছিল।
এ ছাড়া ৫০০ মেট্রিন টন চাল, ৫ লাখ টাকা ও ২ হাজার প্যাকেট শুকনা খাবারের জন্য আরো চাহিদাপত্র প্রেরন করা হয়েছে। অপর দিকে উজানের ঢল সামাল দিতে খুলে রাখা হয়েছে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট। এদিকে তিস্তর বন্যায় বসতঘর প্লাবিত হওয়ায় মানুষজন তিস্তার ডান তীর বাঁধে আশ্রয় নিয়েছে। তিস্তার বন্যার চাপে ডিমলা উপজেলার খালিশা চাঁপানী ইউনিয়নের বাইশপুকুর এলাকার স্বেচ্ছাশ্রমে নির্মিত তিনটি বেড়ি বাঁধ বিধ্বস্থ হয়েছে বলে জানান ইউপি চেয়ারম্যান আতাউর রহমান।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম জানান তিস্তা নদীর পানি বিপদসীমার ৪৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তা ব্যারাজের সবকটি জলকপাট খুলে রাখা হয়েছে। তিস্তা অববাহিকায় হলুদ সংকেত জারী অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ