Friday, July 12th, 2019




কুশিয়ারা নদীর হবিগঞ্জ ও খোয়াই নদীর বাল্লা পয়েন্ট বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত

সৈয়দ মোঃ রাসেল, হবিগঞ্জ: হবিগঞ্জে দু’দিনের টানা বৃষ্টিতে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে খোয়াই ও কুশিয়ারা নদীর পানি। এছাড়া উজান থেকে নেমে আসা এবং বৃষ্টির পানিতে অন্তত ২০টি গ্রাম প্লাবিত হয়েছে।

শুক্রবার (১২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় কুশিয়ারা নদীর হবিগঞ্জ অংশের পানি বিপদসীমার ৩৬ সেন্টিমিটার এবং খোয়াই নদীর বাল্লা পয়েন্টে ১৩ সেন্টিমিটার উপরে ছিল। খোয়াই নদীর ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত হওয়ায় ঝুঁকি কম থাকলেও নবীগঞ্জের পারকুল এলাকায় কুশিয়ারার বাঁধ কিছুটা দুর্বল রয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন।
এ ব্যাপারে হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-বিভাগীয় প্রকৌশলী মতিলাল সৈকত জানান, পানি উন্নয়ন বোর্ড সতর্ক রয়েছে। তবে খোয়াই নদীর হবিগঞ্জ শহর অংশের পানি এখনও বিপদসীমার নিচে রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার দিগলবাক, পারকুল, আলীপুর, করিমপুর, ইনাতগঞ্জ, কসবা, নতুন কসবা, কাতিয়া, ফেসি, আটগর, মাধবপুর, কারনিছড়, জলালপুর, সৈয়দপুর, ফাইলগাঁও, পুরান আলাকন্দিসহ বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে।
এছাড়া বানিয়াচং উপজেলার মার্কুলী, সাওদেশ্বরী, ধীতপুর এবং আজমিরীগঞ্জ উপজেলার পাহাড়পুর, বদলপুরসহ কয়েকটি গ্রাম প্লাবিত হয়।
হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও রাজস্ব) তারেক মোহাম্মদ জাকারিয়া জানান, এখনও পর্যন্ত গ্রাম প্লাবিত হওয়ার খবর পাওয়া যায়নি। কন্ট্রোল রুম সার্বক্ষণিক খোলা রয়েছে। খবর পাওয়া গেলে দুর্গতদের পাশে দাঁড়াবে জেলা প্রশাসন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ