Thursday, July 11th, 2019




ময়মনসিংহ সিটি করপোরেশন উন্নয়নে সহায়তা দেবে চীন সরকার

তাওহীদ হাসান ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ সিটি করপোরেশনের উন্নয়ন কাজে চীন সরকার সহায়তা দেবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ঝ্যাং জুয়ো। এ জেলার পর্যটন, শিল্প, কৃষি ও মৎস্য খাতে চীন সরকার বিনোয়োগ করবে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (১১ জুলাই) বেলা ১১টায় ঝ্যাং জুয়ো ময়মনসিংহ সফরে এসে সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে এসব কথা জানান। এ সময় আগামী নভেম্বরে চীনের আমদানি মেলায় যোগদানের জন্য মেয়রকে আমন্ত্রণ জানান ঝ্যাং জুয়ো।

সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফর সফল হওয়ায় চীনা রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়ে সিটি মেয়র চীনা প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফর ও সেইসঙ্গে ময়মনসিংহ সিটিতে আসার আমন্ত্রণ জানান।

চীনা রাষ্ট্রদূতের সফরসঙ্গী ছিলেন—হোও ওয়েনজ, জুয়াং লিফেং, কাই চুনলেই, কিয়াও জিওবিন, লিও চুনতাও, মিসেস ইউ গনজাইটিস। আরও উপস্থিত ছিলেন—ময়মনসিংহ জেলা প্রশাসক মো. মিজানুর রহমান ও সিটি করপোরেশনের সিইও মো. আনোয়ার হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ