Thursday, July 11th, 2019




ঠাকুরগাঁওয়ে সরকারী কর্মকর্তাদের সাথে আদিবাসীদের মতবিনিময় সভা

গৌতম চন্দ্র বর্মন,ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে দলিত ও আদিবাসীদের বিভিন্ন সমস্যা নিয়ে সদর উপজেলা প্রশাসনের সরকারী কর্মকর্তাগণের সাথে প্রেমদীপ প্রকল্পের এ্যাডভোকেসী প্লাটফর্মের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে সদর উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

“বাচার মত বাচতে চাই; আমার অধিকার আমি চাই” শ্লোগানে মতবিনিময় সভার আয়োজন করে নেটওয়ার্কিং ফর ইনক্লুশান এমপাওয়ারমেন্ট অফ দলিত’স এন্ড নৃতাত্ত্বিক ইন দি নথ-ওয়েস্ট অফ বাংলাদেশ সদর উপজেলা এডভোকেসি প্লাটফর্ম। নেটওয়ার্ক অব নন মেইনস্ট্রিম মার্জিনালাইজ কমিউনিটিস(এনএনএমসি) ও হেকস ইপারের সহযোগিতায় সভায় এনএনএমসি কমিটির সভাপতি মনসুর আলীর সভপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি সদর সহকারী কমিশনার (ভ্থমি) বহ্নি শিখা আশা, বিশেষ অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোশারফ হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার শরিফুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন এনএনএমসির লিঁয়াজো অফিসার সুলতানা আফরিন, ইএসডিও প্রেমদীপ প্রকল্পের টেকনিক্যাল ম্যানেজার (লিগ্যাল সাপোর্ট) শাহ মো: আমিনুল হক, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক মামুন উর রশিদ, প্রেমদীপ প্রকল্পের প্রোগ্রাম অফিসার ঝর্না বেগম, সুজন খান, আদিবাসী নেতা রাজু ভাসকো, বিশু রাম মুরমু প্রমুখ। সভায় দলিত ও আদিবাসীদের বিভিন্ন সমস্যার বিষয়ে আলোচনা করা হয়। বিশেষ করে ভূমি, চাকুরী ক্ষেত্রে অগ্রাধিকার, শিক্ষা ক্ষেত্রে উপবৃত্তিসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন আদিবাসীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ