Wednesday, July 10th, 2019




গাংনী উপজেলা নির্বাহী অফিসারকে বিদায় সংবর্ধনা

মাহবুব হাসান টুটুল,মেহেরপুরঃ ‘সুস্থ সংস্কৃতি চর্চা সমাজ উন্নয়নের হাতিয়ার’এই শ্লোগানকে সামনে রেখে মেহেরপুরের গাংনী উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শিল্পকলা একাডেমীর সভাপতি বিষ্ণুপদ পাল-এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১০ জুলাই-২০১৯ ইং) বিকেলে গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।গাংনী উপজেলা শিল্পকলা একাডেমি বিদায় সংবর্ধনার আয়োজন করে।
এ সময় উপজেলা শিল্পকলা একাডেমীর পক্ষ থেকে অতিথি বিষ্ণুপদ পাল (ইউএনও)-কে পুষ্পস্তবক ও উপহার সামগ্রী দিয়ে অশ্রুসিক্ত বিদায় দেয়া হয়।বিদায় অনুষ্ঠানের শুরুতেই উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি বিষ্ণুপদ পালের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা সমবায় অফিসার ও শিল্পকলা একাডেমীর এ্যাডহক কমিটির সদস্য সচিব মিলন কুমার দাশ।
শিল্পকলা একাডেমির নির্বাহী সদস্য ও সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম এবং গাংনী মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক মহিবুর রহমান মিন্টুর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে ভালবাসার অভিব্যক্তি প্রকাশ করেন, গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাসার, বিশিষ্ট কথা সাহিত্যিক রফিকুর রশীদ রিজভী, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ কে এম শফিকুল আলম,গাংনী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াছমিন, গাংনী সরকারী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক (অবঃ) আব্দুর রশীদ,মুজিবনগর সরকারী কলেজের প্রভাষক মুরাদ হোসেন,নারী নেত্রী নুরজাহান বেগম প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা শিল্পকলা একাডেমির সদস্যসহ সাংস্কৃতিক অঙ্গনের মানুষ ।
বিদায় উপলক্ষে গাংনী উপজেলা শিল্পকলা একাডেমীর ওস্তাদ রতন সরকার, প্রশিক্ষক এসএম সেলিম রেজার যন্ত্র সহযোগিতায় শিল্পী মাখছুরাতুন লাজ, ফারহানা কানিজ তথাপি, লাবনী সাহা গান পরিবেশন করে।
পরে শিল্পকলা একাডেমির সভাপতির পক্ষ থেকে সকল সদস্য ও কলাকুশলীদের মাঝে ক্রেস্ট উপহার দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ