Tuesday, July 9th, 2019




ফেসবুকে পোস্ট করে রাস্তা সংস্কারের দাবি জানানোয় কারণ দর্শাও নোটিশ!

ফরিদপুরের আলফাডাঙ্গার বুড়াইচ ইউনিয়নের একটি মাটির রাস্তা সংস্কারের দাবি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছিলেন ওই এলাকার বাসিন্দা প্রসাদ শিকদার। এ পোস্টের কারণে তাঁকে কারণ দর্শাও নোটিশ পাঠিয়েছেন ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। গত রবিবার এ ঘটনা ঘটে।

জানা যায়, গত শনিবার বুড়াইচ ইউনিয়নের হেলেঞ্চা গ্রামের কালা শিকদারের ছেলে ও বুড়াইচ ইউনিয়নের পূজা উদ্যাপন পরিষদের প্রচার সম্পাদক প্রসাদ শিকদার ওই ইউনিয়নের শিয়ালদী গ্রামের পুকুরপাড়ার একটি মাটির রাস্তা সংস্কারের দাবি জানিয়ে ফেসবুকে পোস্ট দেন। ওই পোস্টে তিনি লেখেন, ‘গত ১৫ বছরেও ওই মাটির রাস্তাটি পাকা করা হয়নি। বৃষ্টির দিনে ওই রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে জনগণকে ভোগান্তি পোহাতে হয়।’ পোস্টে আলফাডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও

ভাইস চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করে ইউনিয়ন চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের কাছে রাস্তাটি সংস্কারের দাবি জানান তিনি।

প্রসাদ শিকদার লেখেন, ‘এ ব্যাপারে বুড়াইচ ইউপি চেয়ারম্যানের দায়িত্ব বেশি। তিনি দায় এড়াতে পারেন না। কারণ তিনি এই জনপদের নির্বাচিত জনপ্রতিনিধি। স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি যে ভোটের রাজনৈতিক কারণে রাস্তাটি সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না।’

প্রসাদ শিকদার এ পোস্ট দেওয়ার পরদিন ইউনিয়ন পরিষদের দাপ্তরিক কাগজে স্বাক্ষরসহ ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম তাঁকে একটি কারণ দর্শাও নোটিশ পাঠান। নোটিশে বলা হয়, ‘আপনি কোনো প্রকার তদন্ত বা যাচাই-বাছাই না করে বিষয়টি ফেসবুকে প্রচার করেছেন। রাস্তা খারাপ থাকায় ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের দোষারোপ করেছেন। এতে চেয়ারম্যান ও মেম্বারদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হয়েছে। এ অবস্থায় কেন আপনার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে না, বা ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হবে না, তা এই নোটিশ পাওয়ার তিন দিনের মধ্যে জানানোর জন্য বলা হলো। তা না হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এদিকে এ নোটিশে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। এলাকাবাসী হতাশ ও হতবাক হয়েছে। ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন কেউ কেউ। ওই এলাকার বাসিন্দা ও ফরিদপুর জেলা ছাত্রলীগের সহসভাপতি তন্ময়উদ্দৌলা বলেন, ‘এ কেমন আচরণ নির্বাচিত জনপ্রতিনিধিদের? এতে দোষের কী আছে যে কারণ দর্শাও নোটিশ দিতে হবে?’

এ ব্যাপারে পোস্টদাতা প্রসাদ শিকদার বলেন, ‘মানুষ যেন আর ভোগান্তির শিকার না হয়, সে জন্য নির্বাচিত জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করে পোস্টটি দিয়েছিলাম। কিন্তু তাঁরা উল্টো বুঝেছেন। আমি কাউকে খাটো করিনি।’

ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, ‘ওই রাস্তাটি পাকাকরণের বিষয়টি প্রক্রিয়াধীন। পোস্টে ‘ভোটের রাজনৈতিক কারণে’ কথাটি উদ্দেশ্যপ্রণোদিত। তাই তাঁকে কারণ দর্শাও নোটিশ দিয়েছি। প্রসাদ শিকদার অন্য কারো হাতিয়ার হয়ে কাজ করছেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ