Wednesday, July 3rd, 2019




ঈশ্বরদীতে শেখ হাসিনার ট্রেনবহরে গুলিবর্ষণ মামলার রায় আজ

জেলার ঈশ্বরদীতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ট্রেনবহরে গুলিবর্ষণ মামলার রায় আজ বুধবার। সকাল ১০টা থেকে পাবনার আমলি আদালত-১-এর ভারপ্রাপ্ত বিচারক রোস্তম আলী এ রায় ঘোষণা শুরু করবেন। দীর্ঘ ২৫ বছর ঝুলে থাকা মামলাটির সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক উপস্থাপন শেষে আসামিদের সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা করছে রাষ্ট্রপক্ষ। তবে আসামিপক্ষের দাবি, মামলায় অভিযুক্তদের সংশ্লিষ্টতা প্রমাণিত না হওয়ায় খালাস পাবেন সবাই।

ঈশ্বরদীর প্রাচীন রেলওয়ে জংশনেই ২৫ বছর আগে হামলা হয়েছিল। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগের আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে ১৯৯৪ সালের ২৩ সেপ্টেম্বর খুলনা থেকে সৈয়দপুর ট্রেন মার্চ করেন তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনা। সে কর্মসূচি পণ্ড করতে ঈশ্বরদী জংশনে শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে সশস্ত্র হামলা

চালায় সন্ত্রাসীরা। ভাগ্যক্রমে কেউ নিহত না হলেও আহত হন আওয়ামী লীগের অসংখ্যা নেতাকর্মী। বোমা ও গুলির শব্দে প্রকম্পিত সেদিনের ভয়াবহতা স্মরণ করে আজও আঁতকে ওঠেন প্রত্যক্ষদর্শীরা।

কুষ্টিয়া থেকে আওয়ামী লীগ সভানেত্রীর সফরসঙ্গী বন্ধ হয়ে যাওয়া দৈনিক বাংলার বাণীর জেলা প্রতিনিধি আবদুল মতীন খান বলেন, ‘২৩ সেপ্টেম্বর সকাল থেকেই ঈশ্বরদীতে আওয়ামী লীগ ও বিএনপি নেতাদের মধ্যে উত্তেজনা চলছিল। কয়েক দফা সংঘর্ষ হলেও আমাদের ধারণা ছিল অন্তত তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনা আসার সময়টুকু কঠোর নিরাপত্তা থাকবে। কিন্তু ঈশ্বরদীতে ট্রেন প্রবেশের সঙ্গে সঙ্গেই নেত্রীর বগি লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়। জাতীয় নেতারা নেত্রীকে ঘিরে রাখেন। আমরা কোনোমতে ট্রেনের মেঝেতে শুয়ে পড়ে প্রাণ রক্ষা করি। হয়তো আল্লাহর অশেষ রহমত ছিল বলেই সেদিনের সেই গুলিবৃষ্টির মাঝে কোনো প্রাণহানি হয়নি।’

আওয়ামী লীগ নেতাকর্মীদের অভিযোগ, তৎকালীন ক্ষমতাসীন বিএনপি সরকারের মদদে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়। বোমা নিক্ষেপ ও গুলিবর্ষণ করে ভেঙে ফেলা হয় সভামঞ্চ। বিএনপির সন্ত্রাসীদের হামলায় আহত হন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও।

সশস্ত্র হামলার ঘটনায় ওই দিনই ঈশ্বরদী রেলওয়ে (জিআরপি) থানার ওসি নজরুল ইসলাম বাদী হয়ে তৎকালীন ছাত্রদল নেতা ও বর্তমান ঈশ্বরদী পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুসহ সাতজনকে আসামি করে মামলা করেন। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) তদন্তে অভিযোগপত্র দেওয়া হয় ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সভাপতি মকলেছুর রহমান বাবলু, সাবেক সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন বিশ্বাসসহ আরও ৪৫ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে। হামলায় আসামিদের সংশ্লিষ্টতা প্রমাণিত হয়েছে দাবি করে সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা রাষ্ট্রপক্ষের।

পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স বলেন, ‘বিএনপি জোট সরকারের সময় বারবার সময়ক্ষেপণ ও ধামাচাপা দেওয়ার চেষ্টায় দীর্ঘসূত্রতা হলেও স্বস্তির বিষয়, অবশেষে মামলাটির রায় হচ্ছে। জননেত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতেই বিএনপির সন্ত্রাসীরা পরিকল্পিত হামলা চালায়। আশা করছি আদালত তাদের সর্বোচ্চ শাস্তি দেবেন।’ আলোচিত মামলাটির রায় আইনের শাসন প্রতিষ্ঠায় দৃষ্টান্ত হবে বলেও মত দেন তিনি। তবে মামলাটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে পাবনা জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মাসুদ খন্দকার বলেন, ‘প্রভাব খাটিয়ে উচ্চ আদালতে লিভ টু আপিল অপেক্ষমাণ থাকার পরেও আইনি বিধিমালা অগ্রাহ্য করে মামলাটির যুক্তিতর্ক শুনানি করে রায় দেওয়া হচ্ছে। রাজনৈতিক প্রভাব না থাকলে এ রায়ে আমাদের নেতারা বেকসুর খালাস পাবেন। আমরা আইনগতভাবেই বিষয়টি মোকাবিলা করব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ