Saturday, June 15th, 2019




মতলবে ধনাগোদা নদীর ভাংঙ্গনে সিপাই কান্দি- ঠেটালীয়া গ্রাম বিলীন

মতলব উত্তর উপজেলার ১০নং ফতেপুর পূর্ব ইউনিয়নের সিপাই কান্দি ও ঠেটালীয়া গ্রামের প্রায় ১৫০ টি পরিবার বিগত দিনে নদী গর্ভে বিলীন হয়ে নদীর ওপার ও বেড়ী বাঁধের ভিতর, বাঁধের পাশেে বসবাস করে আসছে। বর্তমানে বাঁধের বাহিরে নদীর তীর বর্তি এলাকায় প্রায় ১০০ পরিবার বসবাসরত অবস্হায় আছে। সিপাই কান্দি গ্রামের আলীআকবর মিজি,মহসিন মিজি, মানিক মিজি,স্বপন মিজি, আনোয়ার হোসেন মিজি, নুরু মিজি,অলু মিজি,মরহুম চাঁদ মিয়া মেম্বার সাহেবের বাড়ীর ১০টি পরিবার, মরহুম আশ্রাব আলী প্রধান বাড়ীর ১০ টি পরিবার এবং ঠেটালীয়া গ্রামের ৫০ টি পরিবার নদী ভাংঙ্গনের হুমকির মূখে আছে। দুটি গ্রামের পাশে রয়েছ মেঘনা ধনাগোদা সেচ প্রকল্প।(বেড়ী বাঁধ)। গ্রামকে রক্ষা না করলে বেড়ী বাঁধ ও হুমকির সমূখীন হবে। গত এক বছর পূর্বে মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সরজমিন পরিদর্শন করেন এবং পানি উন্নয়ন বোর্ড কর্তৃ পক্ষকে নদী ভাংঙ্গন রোদ করার জন্য নির্দেশ প্রদান করেন। তার পর পানি উন্নয়ন বোর্ড কর্তৃ পক্ষ সর জমিন পরিদর্শন করেন।এর পর ও কোন পদক্ষেপ নেননি পানি উন্নয়ন বোর্ড। জরুরী বিত্তিতে গ্রাম দুটি নদী ভাংঙ্গনের কবল হইতে রক্ষা করার জন্য পানি সম্পদ উপ মন্ত্রী একেএম এনামুল হক শামীম ও চাঁদপুর -২ আসনের সংসদ আলহাজ্ব এাড, মোঃ নুরুল আমিন রুহুলের দৃষ্টি আর্কষন করছেন এলাকা বাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ