Saturday, March 30th, 2019




ডিএনসিসি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে;হতাহত নেই

গুলশান-১ এর ডিএনসিসি মার্কেটের পাশে কাঁচাবাজারে আগুন পুরোপুরি নিভেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) মেজর শাকিল নেওয়াজ। ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নেভাতে সক্ষম হয় বলেও জানান তিনি।

শাকিল নেওয়াজ বলেন, ‘৫টা ৪৮ মিনিটে আমরা আগুন লাগার খবর পাই। ৫টা ৫৫ মিনিটে আমাদের নির্বাপনের কাজ শুরু হয়। হতাহতের ঘটনা ঘটেনি। এখনও আমাদের ইউনিট কাজ করছে।’

শাকিল নেওয়াজ আরও বলেন, ‘এই মার্কেটে আগুন নেভানোর পর্যাপ্ত ব্যবস্থা ছিল না। আগেও আগুন লেগেছিল এ মার্কেটে। তখন এ ব্যাপারে ব্যবস্থা নিতে তিন থেকে চার বার মার্কেট কর্তৃপক্ষকে নোটিশ দেওয়া হয়েছিল।’

উল্লেখ্য, এর আগে ২০১৭ সালের ৩ জানুয়ারি একই মার্কেটে আগুন লেগেছিল। সেই সময় ১৬ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা। ওই আগুনে মার্কেটের নিচতলা ও দোতলার মোট ৬০৫টি দোকান পুড়ে যায়।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (২৮ মার্চ) বনানীর ২২তলা এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় ২৫ জন নিহত ও ৭১ জন আহত হয়েছেন। দীর্ঘ ৫ ঘণ্টা ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ