Thursday, March 28th, 2019




বনানীর আগুনে নিহত বেড়ে ২১

বনানীর এফআর টাওয়ার ভবনে আগুন নিয়ন্ত্রণে আসার পর একের পর এক উদ্ধার করার হচ্ছে মৃতদেহ। রাত সাড়ে আটটা পর‌্যন্ত ১৫টি মৃতদেহ বের করে আনা হয়। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১। এর আগে বিভিন্ন হাসপাতালে মারা যায় আরও অন্তত ছয়জন। তাদের মধ্যে নিরস ভি কে রাজা একজন শ্রীলঙ্কান নাগরিক রয়েছেন।

এই আগুনে আহত হয়েছেন অন্তত ৭৫ জন।তাদের মধ্যে ফায়ার সার্ভিসের তিনজন কর্মী রয়েছেন। এ ছাড়া ১০-১২ জন নিখোঁজ রয়েছেন। উদ্ধারকাজ এখনো চলছে।

অগ্নিকাণ্ডের ঘটনায় স্থাপিত ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে রাত আটটার দিকে এসব তথ্য জানায়।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে ২২ তলা এফআর টাওয়ারের নবম তলায় আগুন লাগে। এরপর তা ওপরের কয়েক তলায় ছড়িয়ে পড়ে। প্রায় ছয় ঘণ্টা পর সন্ধ্যা সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানায় ফায়ার সার্ভিস।

আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট। পাশাপাশি সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনীর সদস্য আগুন নিভানো ও উদ্ধার কাজে অংশ নেন।

আগুনের সূত্রপাত কীভাবে হলো তা জানা যায়নি। অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

ভবনটিতে অন্তত এক হাজার মানুষ বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করতেন বলে জানা গেছে। এখন পর্যন্ত এক শ্রীলঙ্কানসহ ২১ জনের মৃত্যু হয়েছে। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা হাসপাতাল, ইউনাইটেড হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।

হাসপাতালে মারা গেছেন আমিনা ইয়াসমিন, পারভেজ সাজ্জাদ, আবদুল্লাহ আল মামুন, আব্দুল্লাহ আল ফারুক, মনির হোসেন, মাকসুদুর রহমান প্রমুখ।

আমিনা ইয়াসমিন মারা গেছেন অ্যাপোলো হাসপাতালে। পারভেজ সাজ্জাদ বনানী ক্লিনিকে। নিরস ভি কে রাজা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে। আবদুল্লাহ আল মামুন, মাকসুদুর ও মনির হোসেন ইউনাইটেড হাসপাতালে। আর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন আবদুল্লাহ আল ফারুক।

পারভেজ সাজ্জাদ গোপালগঞ্জের কাশয়ানির বালুগ্রামের নজরুল ইসলাম মৃধার ছেলে। মামুন দিনাজপুর সদরের বালিয়াকান্দির আবুল কাশেমের ছেলে।

ঢাকা মেডিকেল থেকে আমাদের প্রতিনিধি জানান, সেখানে বেশ কয়েকজনকে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

অন্যদিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল বেলায়েত হোসেন জানান, তার হাসপাতালে একজনের মরদেহ আনা হয়েছে। এছাড়া আহত অন্তত ৪০ জন ওই হাসপাতালে ভর্তি হয়েছেন।

ফায়ার সার্ভিসের তিনজন কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। তাদের মধ্যে একজন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। অন্য দুজন সিএমেইচে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ