Wednesday, January 30th, 2019




আরবি সংযোজন এবং মাদ্রাসাবোর্ড, প্রাইভেট হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান বাতিলের দাবি জানালেন ব্যবসায়ী আলমগীর কবির

নিজস্ব প্রতিবেদক : আধ্যাত্বিক সাধক ও বিশিষ্ট ব্যবসায়ী মো. আলমগীর কবির মাদ্রাসা বোর্ড বাতিলের দাবি জানিয়ে বলেছেন, বাংলার জনগণের সুবিধার্থে সকল শ্রেণিতে আরবি সংযোজন করা প্রয়োজন। পাশাপাশি মাদ্রাসাবোর্ড, প্রাইভেট হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান বাতিল করতে হবে।
গত ১৬ জানুয়ারি এবিষয়ে একটি আবেদনপত্র ডাক যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর প্রেরণ করেছেন তিনি।
আলমগীর কবির আরও বলেন, এদেশে শতকরা ৯৭ভাগ মুসলমান। ইংরেজী ও বাংলার মতো সকল শ্রেণিতে পড়–য়া শিক্ষার্থীর পাঠ্যক্রমে আরবি ১মপত্র, আরবি ২য়পত্র যোগ করা প্রয়োজন। এছাড়াও মাদ্রাসা বোর্ড বাতিল করে একটি অভিন্ন শিক্ষাবোর্ডের অধীনে শিক্ষা দান করলেই শিক্ষার্থীরা উপকৃত হবে।
তিনি বলেন, সকল প্রাইভেট হাসপাতাল এবং শিক্ষা প্রতিষ্ঠান বাতিল করে শুধুমাত্র সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি হাসপাতালের মাধ্যমে শিক্ষা ও চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা নিতান্তই প্রয়োজন। উপরোক্ত বিষয়গুলো প্রতিষ্ঠিত হলে দেশ ও জাতির অতি উত্তম মঙ্গল হবে বলে আমি শতভাগ আশাবাদী।
তিনি আরও বলেন, মাদ্রাসা বোর্ড বাতিল করলে ইহকাল ও পরকালের কোন ধরনের অসুবিধা হবে না মর্মে আমার কাছে একাধিক দলিল আছে বটে।
পরিশেষে তিনি অতি দ্রুত মাদ্রাসা বোর্ড, প্রাইভেট শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতাল বাতিল করে আরবি ভাষা প্রতিষ্ঠিত এবং শিক্ষা, চিকিৎসা সম্পূর্ণ ফ্রি করে দেয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আকুল আবেদন জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ