Monday, November 12th, 2018




কারাগার থেকে মুক্ত হলেন আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী জামিনে মুক্তি পেয়েছেন। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র তত্ত্বাবধায়ক প্রশান্ত কুমার বণিক জানান, রবিবার উচ্চ আদালত থেকে কারাগারে আমীর খসরুর জামিনলাভের কাগজপত্র আসে।পরে তা যাচাই করে সোমবার সকালে তাকে মুক্তি দেওয়া হয়েছে।

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় নওমী নামের এক ব্যক্তির সঙ্গে ফোনালাপে উসকানি দেয়ার অভিযোগ ওঠে আমীর খসরুর বিরুদ্ধে।

গত ৪ আগস্ট নগরের কোতোয়ালি থানায় এ অভিযোগে আইসিটি আইনে মামলা করেন নগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর। এরপর গত ২১ অক্টোবর আমীর খসরুকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ