Thursday, September 27th, 2018




মতলব উত্তরে পুলিশসহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষের শপথ গ্রহন

মাদক, বাল্যবিবাহ, জঙ্গিবাদ, ইভটিজিং এর বিরুদ্ধে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় শপথ গ্রহন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার ছেংগারচর উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সমাবেশে পুলিশ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষরা শপথ গ্রহন করেন। ছেংগারচর সরকারী ডিগ্রী কলেজ মাঠের সমাবেশে শপথ পাঠ করান চাঁদপুরের পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম।

শপথ গ্রহন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও চাঁদপুর জেলা আওয়ামীলীগের সহসভাপতি মনজুর আহমদ, ছেংগারচর পৌরসভার মেয়র রফিকুল আলম জজ, এএসপি সার্কেল মতলব রাজন কুমার দাশ, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন, উপজেলা কমিউনিটি পুলিশিয়ের সভাপতি ও উপজেলা ইউপি চেয়ারম্যান কল্যান সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা শামছুল হক চৌধুরী বাবুল, ছেংগারচর সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ এএসএম আবুল বাশার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফুল ইসলাম সরকার ইমন, উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ, উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সিনিয়র সহ-সভাপতি লায়ন ফারুক আহমেদ তিতাস, দশানী-মোহনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আহমদ,ছেংগারচর পৌর কমিউনিটি পুলিশিংয়ের সাধারন সম্পাদক সরকার আবুল কালাম সরকার, সাংবাদিক শামসুজ্জামান ডলার, পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি খোরশেদ আলম প্রধানসহ কমিউনিটি পুলিশিংয়ের উপজেলা, ছেংগারচর পৌর, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতারাসহ বিভিন্ন শ্রেনী-পেশার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ