Sunday, September 2nd, 2018




যুবসমাজকে অপরাধমূলক কাজ থেকে দূরে রাখতে ক্রীড়ার কোন বিকল্প নেই-ত্রাণ মন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এমপি বলেছেন, শারীরিক গঠন ও মানসিক বিকাশে ক্রীড়া খুবই কার্যকর। যুবসমাজকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলামুখি করতে হবে। খেলাধুলা মনকে প্রফুল্ল রাখে। সর্বোপরি আমাদেরকে মনে রাখতে হবে যুবসমাজেকে অপরাধমূলক কর্মকান্ড থেকে দূরে রাখতে ক্রীড়ার কোন বিকল্প নেই।
রবিবার বিকালে মতলব উত্তর মায়া বীরবিক্রম স্টেডিয়ামে (প্রস্তাবিত) ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) -২০১৮ এর উদ্বোধনকালে তিনি একথাগুলো বলেন।

খেলার শুরুতে প্রধান অতিথি বেলুন উড়িয়ে আনুৃষ্ঠানিকভাবে খেলার উদ্বোধন করেন। উদ্বোধনী ম্যাচে জহিরাবাদ ইউনিয়ন ও সুলতানাবাদ ইউনিয়ন মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। এ ম্যাচে জহিরাবাদ ইউনিয়ন ৬-১ গোলের ব্যবধানে সুলতানাবাদ ইউনিয়নকে পরাজিত করে। উদ্বোধনী খেলায় জহিরাবাদ ইউনিয়নের পক্ষে ১১নং জার্সি পরিহিত রাসেল হ্যাট্রিক করার গৌরব অর্জন করে।
মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার ও টূর্ণামেন্ট কমিটির সভাপতি শারমিন আক্তারের সভাপতিত্বে উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক একেএম আজাদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমদ, ছেংগারচর পৌরসভার মেয়র আলহাজ্ব রফিকুল আলম জজ, সহকারি কমিশনার (ভূমি) শুভাশিষ ঘোষ, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এইচএম জাহাঙ্গীর আলম, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. কবির হোসেন, আ’লীগ নেতা বোরহান উদ্দিন মিয়া, ইউপি চেয়ারম্যান একেএম শরীফ উল্লাহ সরকার, মনজুর মোর্শেদ স্বপন, ছেংগারচর পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আল-মাহমুদ টিটু মোল্লা, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক তামজিদ সরকার রিয়াদ, ছেংগারচর পৌরসভার কাউন্সিলর আবদুল মান্নান বেপারী, বোরহান উদ্দিন প্রধান, আল-আমিন সরকার, শাহাদাত হোসেন ঢালী খোকনসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, সাংবাদিক, সূধীজন।
খেলার ধারাবর্ননায় ছিলেন, সাংবাদিক কামরুজ্জামান হারুন। রেফারীর দায়িত্ব পালন করেন- মো. সালাউদ্দিন, সহকারী রেফারী ছিলেন- রাশেদুজ্জামান ও মো. শরীফ হোসেন।

ত্রাণমন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এ টুণামেন্টের আয়োজন করায় তাঁকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ভবিষ্যতে আরও বেশি করে এই সব খেলাধুলার আয়োজন করে তবেই বাংলাদেশের ক্রীড়াঙ্গানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আমি মনে করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ