Sunday, August 12th, 2018




সিলেটের নতুন মেয়র আরিফুল হক চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী ৯২ হাজার ৫৯৮ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানকে ৬ হাজার ২১১ ভোটে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সিলেটের নগর পিতা হলেন তিনি।
শনিবার স্থগিত হওয়া দুটি কেন্দ্রের ভোট গণনা শেষে আরিফুল হক চৌধুরীকে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত ঘোষণা করা হয়। ১৩৮টি কেন্দ্রের ফলাফলে আরিফুল হক চৌধুরী পেয়েছেন ৯২ হাজার ৫৯৮ ভোট। নৌকা প্রতীকে বদরউদ্দিন আহমেদ কামরান পেয়েছেন ৮৬ হাজার ৩৯৭ ভোট।
স্থগিত হওয়া দুই কেন্দ্রের মধ্যে গাজী বুরহান উদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষে আরিফ পেয়েছেন ১০৪৯ ভোট। নৌকা প্রতীকে কামরান পেয়েছেন ১৭৩ ভোট। আর হবিনন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আরিফ ১,০৫৩ ভোট পেয়েছেন। কামরান পেয়েছেন ৩৫৪ ভোট।
এর আগে ১৩২টি কেন্দ্রের ভোট শেষে হিসেব অনুযায়ী এ দুটি কেন্দ্রে ১৬২ ভোট পেলেই বিজয় নিশ্চিত হতো বিএনপি পার্থী আরিফুল হক চৌধুরীর।
উল্লেখ্য গত ৩০ জুলাই সিসিক নির্বাচন অনুষ্ঠিত হয়। অনিয়মের অভিযোগে নগরীর ২৪ নং ওয়ার্ডের গাজী বুরহান উদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় (নারী-পুরুষ) এবং ২৭ নং ওয়ার্ডের হবিনন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় (নারী- পুরুষ) কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ