Tuesday, August 7th, 2018




ডুবতে ডুবতে চরে আটকে আছে ফেরিটি

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে একটি ফেরির তলা ফুটো হয়ে সেটি ডুবতে ডুবতে চরে আটকে আছে। রানীক্ষেত নামের মান্ধাতা আমলের ফেরিটিতে পণ্যবাহী ট্রাকসহ ২৪টি বিভিন্ন প্রকার যানবাহন রয়েছে। ফেরিটি উদ্ধার করতে ফায়ার সার্ভিস ডাকা হয়েছে।

মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ইমরান হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, রানীক্ষেত ফেরিটি সকাল ১১টার দিকে শিমুলিয়া থেকে কাঁঠাল বাড়ির উদ্দেশে ছেড়ে যায়। কিন্তু লৌহজং টার্নিং পয়েন্ট পার হয়ে চ্যানেলে উঠলে ফেরিটির তলা ফুটো হয়ে পানি উঠতে থাকে। এ সময় চালক বুদ্ধি করে ফেরিটি একটি ডুবোচরে উঠিয়ে দেয়।

ফেরিটি উদ্ধারে শ্রীনগর ফায়ার সার্ভিস ডাকা হয়েছে। তবে ঘটনাস্থল থেকে শ্রীনগর ফায়ার সার্ভিস ইনচার্জ আরিফুজ্জামান শেখ জানিয়েছেন, ফেরিটিতে পানি উঠলেও বিপদের কোনও সম্ভাবনা নেই। এটি নিরাপদে আছে। ফেরিটি উদ্ধারে ফায়ার সার্ভিস কাজ করছে। যাত্রীদের ট্রলারযোগে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

এ বিয়য়ে কথা বলতে বিআইডাব্লিউটিসি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেও তাদের মোবাইলে সংযোগ পাওয়া সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ